বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

‘তার লড়াই হবে অনুপ্রেরণা' — অধ্যাপক নার্গিস বেগম

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর,২০২৫, ১২:৪০ পিএম
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর,২০২৫, ০৬:৫০ পিএম
‘তার লড়াই হবে অনুপ্রেরণা' — অধ্যাপক নার্গিস বেগম

বিএনপি চেয়ারপারসন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। জাতির মহান অভিভাবকের মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। অশ্রুভেজা নয়নে অধ্যাপক নার্গিস বেগম বলেন, "স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু ইতিহাসের একটি পর্বের সমাপ্তি মাত্র। ইতিহাসের নতুন পাতা খোলা হবে। নতুন করে এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই হবে। সেই লড়াইয়ে আমাদের তরুণরা নেতৃত্ব দেবে। বেগম খালেদা জিয়ার জীবন এবং লড়াই-সংগ্রাম চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দোয়া করি, মহান রাব্বুল আলামিন তাঁকে বেহেশত নসিব করুন। আমিন।"

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)