বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বাসচাপায় ইজিবাইক যাত্রী নিহত, এলাকায় শোকের ছায়া

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি,২০২৬, ০৯:৪৫ পিএম
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি,২০২৬, ১০:৪৪ পিএম
যশোরে বাসচাপায় ইজিবাইক যাত্রী নিহত, এলাকায় শোকের ছায়া

ছবি: ফাইল

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর-মাগুরা মহাসড়কের জগমনপুর এলাকায় সিদ্দিক ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম প্রতিমা কর্মকার (৪৫)। তিনি বাঘারপাড়া উপজেলার মথুরাপুর গ্রামের স্বপন সরকারের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় খাজুরা বাজার থেকে একটি ইজিবাইকে চড়ে প্রতিমা কর্মকার যশোর শহরের দিকে আসছিলেন। সন্ধ্যা আনুমানিক ৫টা ৩৫ মিনিটে ইজিবাইকটি সিদ্দিক ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে মাগুরা থেকে আসা দ্রুতগামী একটি অজ্ঞাতনামা বাস ইজিবাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার চোটে প্রতিমা কর্মকার রাস্তার ওপর ছিটকে পড়েন। ঘাতক বাসটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুতগতিতে যশোর শহরের দিকে পালিয়ে যায়।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কোতোয়ালী মডেল থানা পুলিশের একজন কর্মকর্তা জানান, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

বর্তমানে প্রতিমা কর্মকারের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)