ধ্রুব রিপোর্ট
ছবি: ফাইল
যশোরে জন্মদাত্রী মাকে মারপিট করে গুরুতর জখম করার অভিযোগে ছেলে সায়েম রেজার বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার বাসিন্দা ও ভুক্তভোগী মা লায়লা পারভীন বাদী হয়ে এই মামলাটি করেন।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত সায়েম রেজা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং উগ্র স্বভাবের। সে এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। মাদকের টাকার জন্য সে প্রায়ই বাড়িতে ঝগড়া-বিবাদ করত এবং কোনো অজুহাত পেলেই তার মা ও বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত।
সর্বশেষ গত ১২ জানুয়ারি সকালে সায়েম তার মায়ের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। লায়লা পারভীন ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে সায়েম ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে সে তার মা এবং বোনকে মারপিট করে জখম করে।
আহতদের চিৎকার শুনে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এলে সায়েম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় লায়লা পারভীনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
ভুক্তভোগী লায়লা পারভীন জানান, পারিবারিক সম্মানের কথা চিন্তা করে বিষয়টি প্রথমে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সায়েমের আচরণে কোনো পরিবর্তন না আসায় এবং জীবনের নিরাপত্তা রক্ষায় তিনি থানায় আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।