সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাঝ আকাশে ‘তেলাপোকা’র ফাঁসি

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৭ অক্টোবর,২০২৫, ১১:৪০ এ এম
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর,২০২৫, ১১:৪৫ এ এম
মাঝ আকাশে ‘তেলাপোকা’র ফাঁসি

ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঘটেছে এক অদ্ভুত ঘটনা—যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। উড়োজাহাজের অফিসিয়াল ‘কেবিন লগবুক’-এর একটি এন্ট্রিতে লেখা হয়েছে, ‘একটি জীবন্ত তেলাপোকা ধরা পড়েছে এবং সেটিকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’

এই নোটটি লিখেছিলেন উড়োজাহাজের এক কেবিন ক্ররু। ঘটনাটি ঘটেছিল নয়াদিল্লি থেকে দুবাইগামী একটি ফ্লাইটে, গত ২৪ অক্টোবর (২০২৫)।

ফ্লাইট চলাকালীন কেবিনের ভেতরে কোনো ত্রুটি বা অসুবিধা দেখা দিলে ক্রু সদস্যদের তা নথিবদ্ধ করতে হয় ‘কেবিন ডিফেক্ট লগবুক’-এ, যা উড়োজাহাজের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের জন্য বাধ্যতামূলক নথি। কিন্তু এবার সেই লগবইয়ে লেখা মন্তব্যই আলোচনার জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, একই পাতায় সাধারণ প্রযুক্তিগত সমস্যা যেমন ওয়াশবেসিন আটকে যাওয়া, লাইট কাজ না করা—এসবের পাশাপাশি লেখা রয়েছে, ‘Cockroach found alive by guest – cockroach hanged until death.’

অর্থাৎ, ‘একজন যাত্রী জীবন্ত তেলাপোকা পেয়েছেন, তেলাপোকাটিকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’

এই লাইনটি যতটা হাস্যকর, ততটাই বিস্ময়করও বটে। কারণ এটি একদিকে ক্রু সদস্যদের অতিরিক্ত ‘আনুষ্ঠানিক’ ভঙ্গি বোঝাচ্ছে, অন্যদিকে এয়ার ইন্ডিয়ার কেবিন পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন তুলছে অনেকে।

একজন যাত্রী নাকি প্রথমে মাঝ আকাশে উড়োজাহাজের কেবিনে তেলাপোকাটি দেখতে পান। বিষয়টি ক্রুদের জানানো হলে তাঁরা দ্রুত ব্যবস্থা নিয়ে সেটিকে নিস্ক্রিয় করেন এবং ‘ঘটনাটি অফিসিয়ালভাবে’ লগবইয়ে লিখে রাখেন।

ঘটনার পর লগবইয়ের ওই ছবিটি ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনদের কেউ লিখেছেন, ‘তেলাপোকাটিকে পিষে মারলেই তো হতো, সেখানে ফাঁসির আয়োজনের দরকার কী ছিল!’
আরেকজন রসিকতা করে লিখেছেন, ‘একটা জুতা থাকলেই তো বিচার শেষ হয়ে যেত, এয়ার ইন্ডিয়া এত নাটক করল কেন!’

তবে কেউ কেউ বলছেন, এই ঘটনা হাস্যকর মনে হলেও এটি এয়ার ইন্ডিয়ার কেবিন রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। ভারতে ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এটি অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক রুট—সেখানে এমন ঘটনার উল্লেখ কোনোভাবেই কাম্য নয়।

এ ঘটনায় এখন পর্যন্ত এয়ার ইন্ডিয়া কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। দুবাই পৌঁছানোর পর বিমানটি পরীক্ষা করা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

তবে ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ নাগপুরে উড্ডয়নের পর ‘বার্ড হিট’-এর শিকার হয়ে জরুরি অবতরণ করেছিল। নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত এসব পুনরাবৃত্ত ঘটনায় প্রতিষ্ঠানটির সুনাম নিয়ে প্রশ্ন উঠছে বলেও উল্লেখ করেছেন ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)