মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঢাবির হলে ধূমপান নিষিদ্ধ, গাঁজা সেবনে বহিষ্কার

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৭ অক্টোবর,২০২৫, ০৭:৪৩ পিএম
ঢাবির হলে ধূমপান নিষিদ্ধ, গাঁজা সেবনে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় ( ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ এবং মাদক সেবন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে অভিভাবক ডেকে হল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া প্রকাশ্যে ধূমপান করলে ৫০-৩০০ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ। সোমবার (২৭ অক্টোবর) হল কর্তৃপক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সকল আবাসিক শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হল প্রাঙ্গণে একটি সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার লক্ষ্যে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ধূমপান নিষিদ্ধ : হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে, সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০/- (পঞ্চাশ) টাকা থেকে সর্বোচ্চ ৩০০/- (তিনশত) টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

মাদক সেবন নিষিদ্ধ : ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।

উক্ত সিদ্ধান্তের উদ্দেশ্য হলো, হলের সকল শিক্ষার্থীর জন্য একটি সুস্থ, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। হলের সকল শিক্ষার্থীকে নিয়মাবলি কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে হল কর্তৃপক্ষ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)