ধ্রুব নিউজ ডেস্ক
একাধারে তিনি অভিনেতা, নির্মাতা, কবি– সব পরিচয়েই অনবদ্য আফজাল হোসেন। সংস্কৃতি অঙ্গনের সব্যসাচী শিল্পী আজ শনিবার পূর্ণ করলেন জীবনের ৭১ বছর। তাঁর জন্মদিন উদযাপনে চ্যানেল আইয়ে বসেছিল তারার মেলা!
আজ দুপুরে চ্যানেল আই স্টুডিওতে তারকা কথনের বিশেষ এই অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হয়েছিলেন আফজাল হোসেন। এটি উপস্থাপনা করেন অভিনেত্রী ত্রপা মজুমদার। আফজালের জন্মদিন উপলক্ষে ওই আয়োজনে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত, অভিনয়শিল্পী আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, মডেল নোবেলসহ অনেকেই।
অনুষ্ঠানে আফজাল হোসেনকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক তুলে দেন আবুল হায়াত। এরপর কেক কেটে উদযাপন করা হয় জন্মদিনের আনুষ্ঠানিকতা। অতিথিরা স্মৃতিচারণ করেন এই বহুমুখী শিল্পীর সঙ্গে কাজের অভিজ্ঞতা ও সম্পর্ক নিয়ে।
আফসানা মিমি বলেন, ‘আফজাল ভাই আমাদের কাছে ছিলেন হিরো। তাঁর কাজের প্রতি নিষ্ঠা, সৌন্দর্যবোধ আর নির্মাণশৈলী আমাদের প্রেরণা দেয় আজও।’
এ ছাড়া ভিডিও বার্তায় যুক্ত হন আফজাল হোসেনের দীর্ঘদিনের বন্ধু, অভিনেত্রী ও মডেল শম্পা রেজা। তিনি বলেন, ‘আমাদের বন্ধুত্বে কখনোই কৃত্রিমতা ছিল না। আফজাল সব সময় একজন গম্ভীর, চিন্তাশীল অথচ হাসিখুশি বন্ধু।’
১৯৫৪ সালের ১৯ জুলাই সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন আফজাল হোসেন। ১৯৭০-এর দশকে মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়ে তাঁর হাতেখড়ি হলেও আশির দশকে টেলিভিশন নাটকে আবির্ভূত হয়ে ওঠেন ঘরোয়া দর্শকের প্রিয়মুখ। সুবর্ণা মুস্তাফার সঙ্গে তাঁর গড়া জনপ্রিয় জুটি তখন ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠে। ‘দুই জীবন’, ‘নতুন বউ’, ‘পালাবি কোথায়’-এর মতো চলচ্চিত্রেও তিনি রেখে গেছেন উজ্জ্বল উপস্থিতি। অভিনয়ের পাশাপাশি তিনি বিজ্ঞাপন নির্মাণেও রেখেছেন সফলতার স্বাক্ষর। তাঁর কবিতার বই, চিত্রকর্ম, নির্মিত নাটক ও বিজ্ঞাপন আজও অনুপ্রেরণা হয়ে আছে নবীনদের কাছে। ২০২২ সালে একুশে পদক লাভ করেন এই গুণী শিল্পী।