সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ওটিটিতে রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ২০ জুলাই,২০২৫, ০২:০৭ পিএম
ওটিটিতে রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’

গত বছর যে সিনেমাগুলো দর্শককে ভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে দেয়ালের দেশ তার মধ্যে অন্যতম। এতে বুবলী ও রাজের অভিনয় প্রশংসিত হয়েছে। সিনেমাটি বানিয়েছেন মিশুক মনি। এটি তাঁর প্রথম সিনেমা।

সরকারি অনুদানের সিনেমা ‘দেয়ালের দেশ’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০২৪ সালের রোজার ঈদে। এবার ওটিটিতে আসছে শরিফুল রাজ ও শবনম বুবলী অভিনীত সিনেমাটি। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আজ ১৬ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে মুক্তি পাবে দেয়ালের দেশ।

গত বছর যে সিনেমাগুলো দর্শককে ভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে দেয়ালের দেশ তার মধ্যে অন্যতম। এতে বুবলী ও রাজের অভিনয় প্রশংসিত হয়েছে। সিনেমাটি বানিয়েছেন মিশুক মনি। এটি তার প্রথম সিনেমা।

রহস্য আর রোমান্স ঘরানার সিনেমা দেয়ালের দেশ। সিনেমায় নহর চরিত্রে বুবলী, আর বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। এ দুই চরিত্রের ভিন্ন এক প্রেমের কাহিনি নিয়ে সিনেমার গল্প, যে প্রেমের শুরু হাসপাতালের মর্গ থেকে। এতে আরো অভিনয় করেছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, সমাপ্তি মাশুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন প্রমুখ।

পরিচালক মিশুক মনি বলেন, ‘খানিকটা দেরিতে হলেও ওটিটিতে মুক্তি পাচ্ছে দেয়ালের দেশ। এটা ভেবে ভালো লাগছে যে, আরো বড় পরিসরে সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশ-বিদেশের দর্শকরা এখন সহজেই সিনেমাটি দেখতে পারবেন।’

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)