সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাচসাসের সম্মাননা পেলেন আনোয়ারা বেগম

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ২০ জুলাই,২০২৫, ০২:০৮ পিএম
বাচসাসের সম্মাননা পেলেন আনোয়ারা বেগম

বাংলাদেশের চলচ্চিত্রে মমতাময়ী মাখ্যাত অভিনেত্রী আনোয়ারা বেগম। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি তাকে দিল সম্মাননা স্মারক।

বাংলাদেশের চলচ্চিত্রে মমতাময়ী মাখ্যাত অভিনেত্রী আনোয়ারা বেগম। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি তাকে দিল সম্মাননা স্মারক। তাদের মিট দ্য প্রেস আয়োজনে ক্যারিয়ারের নানা গল্প শোনালেন অভিনেত্রী। এ সময় তিনি বলেন, ‘বাচসাস আমার অনেক আপন। অনেক আগে থেকেই বাচসাসের সঙ্গে পরিচয়। বাচসাসকে আমি ভালোবাসি। এটি আমাকে যে সম্মান দিয়েছে তা কখনো ভুলব না।’

দোয়েল ওটিটির সহযোগিতায় গত সোমবার বিকালে মগবাজারের বাচসাস কার্যালয়ে অনুষ্ঠিত হয় নিয়মিত মিট দ্য প্রেসের প্রথম পর্ব। সংগঠনের সভাপতি কামরুল হাসান দর্পণের সভাপতিত্বে এ আয়োজনের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাহাত সাইফুল।

বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, ‘বাচসাস এই প্রথম মিট দ্য প্রেসের আয়োজন করেছে। আনোয়ারা বেগমের মতো কিংবদন্তি অভিনেত্রীকে দিয়ে ধারাবাহিক এ আয়োজনের পথচলা শুরু করতে পেরে বাচসাস আনন্দিত। এখন থেকে নিয়মিত চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতের তারকা শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে মিট দ্য প্রেসের আয়োজন করা হবে। তারা উপস্থিত হয়ে নিজেদের বর্ণাঢ্য ক্যারিয়ার ও সমসাময়িক প্রসঙ্গে কথা বলবেন। এ আয়োজনে সহযোগিতা করছে ওটিটি প্লাটফর্ম দোয়েল। বাচসাস তার প্রতি কৃতজ্ঞ।’

সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘আনোয়ারা মা শুধু একজন অভিনেত্রী নন, তিনি আমাদের চলচ্চিত্র ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। তার চোখের জল ছিল আমাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। এ আবেগই আমাদের আগামী পথচলার প্রেরণা হয়ে থাকবে।’

সবশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খ্যাতিমান এ অভিনেত্রী। তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয়ের অভিজ্ঞতা এবং ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আনোয়ারার কন্যা চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

উল্লেখ্য, ছয় শতাধিক চলচ্চিত্রের নন্দিত এ অভিনেত্রী অনবদ্য অভিনয়ের সুবাদে চারবার বাচসাস পুরস্কার পেয়েছেন। ‘মা’ (১৯৭৭), ‘গোলাপী এখন ট্রেনে’ (১৯৭৮), ‘কসাই’ (১৯৮০), ‘লাল কাজল’ (১৯৮২) সিনেমার জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)