আদ্রিতা সারা
বরষার ছড়া
বৃষ্টি ঝরে টাপুর টুপুর,
ভিজে মাটি, ভিজে পথ।
ছাতা মাথায় যায় যে স্কুল,
ঠোঁটে মিষ্টি হাসির রথ।
কদম ফোটে গাছে গাছে,
মাঠের ধারে সবুজ ঘাস।
ব্যাঙেরা সব ঘ্যাঙর ঘ্যাঙর,
খুশিতে ভরে মন আকাশ।
নৌকা চলে ভরা বিলে,
ছোট্ট ডিঙি যায় ভেসে।
ইলিশ ভাজা গরম তেলে,
সবাই মিলে খাই হেসে।
কাজল কালো মেঘের খেলা,
বিদ্যুৎ চমকে ওঠে।
মাঝি গায় ভাটিয়ালি গান,
বৃষ্টির জল টলটলে ফোটে।