বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অবশেষে যশোর-১ শার্শা আসনে বিএনপি’র টিকিট পেলেন নুরুজ্জামান লিটন

বেনাপোল (যশোর) সংবাদদাতা বেনাপোল (যশোর) সংবাদদাতা
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর,২০২৫, ০৪:১৫ পিএম
অবশেষে যশোর-১ শার্শা আসনে বিএনপি’র টিকিট পেলেন নুরুজ্জামান লিটন

❒ মফিকুল হাসান তৃপ্তি ও নুরুজ্জামান লিটন ছবি: ধ্রুব নিউজ

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন অবশেষে বিএনপি’র টিকিট পেলেন। যশোর-১ (শার্শা) আসনে তাকেই দেয়া হল মনোনয়ন। এর মধ্যে দিয়ে এ আসনে সকল জল্পনা-কল্পনা ও দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটলো।

বুধবার ২৪ ডিসেম্বর গভীর রাতে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন নিজ নিজভাবে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে প্রাথমিকভাবে সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। ওই সময় তিনি শার্শা উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করেন এবং ব্যাপক প্রচার-প্রচারণা চালান। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে যায় পুরো শার্শা উপজেলা। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে পরিবর্তন এনে নুরুজ্জামান লিটনের নাম ঘোষণা করা হয়।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কর্মকাণ্ড, তৃণমূলের সমর্থন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে।

মনোনয়ন নিশ্চিত হওয়ার পর প্রতিক্রিয়ায় নুরুজ্জামান লিটন বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা ধরে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। শার্শার মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যেতে চাই।”

এদিকে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এ ঘোষণাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করবে বলে মনে করছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)