❒ বিজিবির সংবাদ সম্মেলন
বেনাপোল প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেনাপোলসহ শার্শা সীমান্ত এলাকায় ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বেনাপোল বিজিবি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জ, নড়াইল ও যশোর—এই তিন জেলার ১১টি সংসদীয় আসনে বিজিবি বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তুলবে। এ লক্ষ্যে তিন জেলা জুড়ে মোট ২৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজিবি অধিনায়ক জানান, নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হবে। এছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহলের পাশাপাশি স্পর্শকাতর পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দিন-রাত সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
নির্বাচনকে ঘিরে সীমান্তের ওপার থেকে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, বিস্ফোরক ও মাদকের চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানান লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সীমান্ত দিয়ে কোনো অপশক্তি যাতে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে না পারে, সেজন্য আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচার রোধে নিয়মিত তল্লাশি ও ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পরপরই ৪৯ বিজিবি নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের জন্য রেকি সম্পন্ন করেছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে নির্ধারিত এলাকাগুলোতে বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন হবে।
সীমান্ত সুরক্ষা ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন বিজিবি অধিনায়ক। তিনি বলেন, সীমান্তের চ্যালেঞ্জগুলো এককভাবে মোকাবিলা করা কঠিন। গুজব প্রতিরোধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সীমান্তে কোনো অস্বাভাবিক কার্যক্রম নজরে এলে দ্রুত বিজিবিকে জানানোর জন্য আমি সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবির বিগত বছরের সাফল্যের খতিয়ানও তুলে ধরা হয়। জানানো হয়, ২০২৫ সালে ৪৯ বিজিবি কর্তৃক অভিযানে প্রায় ৩৭৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে এবং এ সংক্রান্ত ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় আনা হয়েছে।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমেদ, সহকারী পরিচালক মো. মুজাহিদ, বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আজিজুর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেনাপোলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।