বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা ও শ্রমিক কল্যাণ সভাপতি ডা. শরিফুল ইসলাম নিহত

মণিরামপুর ( যশোর) প্রতিনিধি মণিরামপুর ( যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর,২০২৫, ০৯:৫৫ পিএম
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর,২০২৫, ১০:৫৮ পিএম
মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা ও শ্রমিক কল্যাণ সভাপতি ডা. শরিফুল ইসলাম নিহত

ছবি: প্রতীকী

যশোরের মণিরামপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. মো. শরিফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক প্রোগ্রাম শেষ করে মোটরসাইকেল যোগে নিজ বাসায় ফেরার পথে তিনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার এই আকস্মিক মৃত্যুতে মণিরামপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ডা. শরিফুল ইসলাম একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী ও জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তিনি দীর্ঘদিন ধরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মণিরামপুর উপজেলার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবর্গ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, "আল্লাহ তায়ালা দ্বীনের এই একনিষ্ঠ খাদেমকে শহীদি মর্যাদা দান করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন।"

মরহুমের জানাজার নামাজ ও দাফন প্রক্রিয়া সম্পর্কে পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)