❒ যশোর বোর্ড
ধ্রুব নিউজ
যশোর বোর্ডে শুধু ইংরেজিতে ৪৫ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। অন্য বিষয়গুলোতেও কিছু কিছু শিক্ষার্থী ফেল করেছে। সব মিলিয়ে পাশের হার ৫০.২০ তে নেমে এসেছে। যদিও অন্য বিষয়গুলোতে পাশের হার ৮০ ও ৯০-এর ঘরে। বোর্ড কর্তৃপক্ষ বলছেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা রাজপথে থাকায় প্রস্তুতিতে ঘাটতির কারণে পাশের হার কমেছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর শিক্ষাবোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বেগম।
এবার এ বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৫০.২০ শতাংশ।
যশোর বোর্ড কর্তৃপক্ষ জানায়, এবারের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে ইংরেজীতে পাশ করেছে ৫৪.৮২ শতাংশ শিক্ষার্থী, বাংলায় ৯০.৯১ শতাংশ, পদার্থে ৮১.৭০ শতাংশ, রসায়নে ৮৫.১৩ শতাংশ, উচ্চতর গণিতে ৭৫.৯৩ শতাংশ, জীববিজ্ঞানে ৮৯.৬৩ শতাংশ, হিসাব বিজ্ঞানে ৮০.৮৩ শতাংশ, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ৯৫.৩৮ শতাংশ, অর্থ, ব্যাংক ও বিমা বিষয়ে ৯৬.৭৮ শতাংশ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে ৯৭.৪৭ শতাংশ, ইতিহাসে ৯১.২৩ শতাংশ, ইসলামী ইতিহাস ও সংস্কৃতিতে ৯৩.৫২ শতাংশ, ভূগোলে ৯৪.০৯ শতাংশ, পৌরনীতি ও সুশাসনে ৯৫.৮৭ শতাংশ, অর্থনীতিতে ৯৪.৭৮ শতাংশ, যুক্তিবিদ্যায় ৯১.২৪ শতাংশ, সমাজকর্মে ৯৮.৬৭ শতাংশ, সমাজবিজ্ঞানে ৯৭.৮০, ইসলামী শিক্ষায় ৯৯.৬৪ শতাংশ, মনোবিজ্ঞানে ৯৪.৮৪ শতাংশ, পরিসংখ্যানে ৮৭.৬৯ শতাংশ, গার্হস্থ বিজ্ঞান ৯৮.৭৯, কৃষি শিক্ষায় ৯৭.৬৩ ও তথ্য যোগাযোগ ও প্রযুক্তিতে ৮৮.৬৩ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আব্দুল মতিন বলেন, জুলাই আন্দোলনে রাজপথে থাকায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে কিছু ঘাটতি ছিল। তাছাড়া এবার অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষার্থীদের খাতার যথার্থ মূল্যায়ণ হয়েছে। সে কারণে পাশের হার কমেছে বলে তিনি মনে করেন।