ধ্রুব রিপোর্ট
❒ “ডি-মিডিয়া” হাউজের চেয়ারম্যান ও ধ্রুব নিউজের প্রকাশক শামসুজ্জামানের পিতা মাস্টার ইসরাফিল হোসেনের নামাজে জানাজা আজ মঙ্গলবার যোহর বাদ মরহুমের নতুনহাট নিজ বাড়ির উঠানে অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
ডি-মিডিয়া হাউজের চেয়ারম্যান ও ধ্রুব নিউজের প্রকাশক শামছুজ্জামানের পিতা মাওলানা ইসরাফিল হোসেনের নামাজে জানাজা আজ দুপুর ২.৩০ মিনিটে মরহুমের নতুনহাট বাজারের নিজ বাড়ির পাশে খোলা জায়গায় অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা ইসরাফিল হোসেন -ধ্রুব নিউজ
তার জানাজায় দূর-দুরন্ত থেকে বহু গুণগ্রাহী, শুভানুধ্যায়ী, আত্নীয়স্বজন ও বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত হন।
জানাজায় ইমামতি করেন মরহুমের বড় জামাতা অধ্যাপক মিজানুর রহমান। জানাজার পূর্বে আলোচনা রাখেন মরহুমের বড়ভাই ও সাবেক এমপি মো. মকবুল হুসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, যশোর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি আবদুল কাদের, ঝিকরগাছা থানা আমির মাও. আব্দুল আলিম, শার্শা থানা আমির উপাধ্যক্ষ ফারুক হাসান, ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, মো. রেজাউল করিম, ভারপ্রাপ্ত শহর আমির মাওলানা ইসমাইল হোসেন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলমসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি নোয়াপাড়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের বাড়ির পাশে খোলা জায়গায় জানাজা অনুষ্ঠিত হয় ধ্রুব নিউজ
ধ্রুব নিউজ পরিবারের শোক
এদিকে ডি-মিডিয়া হাউজের চেয়ারম্যান ও ধ্রুব নিউজের প্রকাশক শামছুজ্জামানের পিতা মাওলানা ইসরাফিল হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ধ্রুব নিউজ পরিবার। ডি-মিডিয়া হাউজের পক্ষে ভাইস চেয়ারম্যান মাও. ইসমাইল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক গাজী মুকিতুল হক, ধ্রুব নিউজের উপদেষ্টা সম্পাদক ড. মহিউদ্দীন মোহাম্মদ, সম্পাদক হাবিবুর রহমানসহ মিডিয়া হাউসের ব্যবস্থাপনা কমিটি ও ধ্রুব নিউজের সকল সাংবাদিক-কর্মকর্তা কর্মচারি শোক প্রকাশ করেছেন। একই সাথে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। সাথে সাথে শোকাহত পরিবারের প্রতি গভীরসমবেদনা জানিয়েছেন।
পড়ুন-ধ্রুব নিউজের প্রকাশক শামসুজ্জামানের পিতা মাওলানা ইসরাফিল হোসেনের ইন্তেকাল