বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) সংসদীয় আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল এক কর্মী সমাবেশে এসবকথা বলেন।
সোমবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় যশোর সদর বসুন্দিয়া ইউনিয়নের সিঙ্গিয়া আদর্শ কলেজ মাঠে অনুষ্ঠিত আঞ্চলিক কর্মী সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৪ সংসদীয় আসনের বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার কর্মীদের নিয়ে এ কর্মী সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ। সংসদে আল্লাহর বিধানের বাস্তবায়ন ছাড়া দেশে শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্য অর্জনে জামায়াতে ইসলামীর সকলকর্মীকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর থানার সহকারি সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান, সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবু বক্কর খান ও খন্দকার দাউদ ইকবাল।
বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় সহস্রাধিক পুরুষ ও মহিলা কর্মী উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আব্দুল মজিদ এবং সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা তবিবুর রহমান।