ধ্রুব নিউজ
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই স্লোগান আগামী ২২ থেকে ২৮ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ঝিকরগাছায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মৎস্য কর্মকর্তার দফতরের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রম্নমে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আক্তার, কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত মৎস্য অফিসার নান্নু রেজা, সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন প্রমুখ।