ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।
অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তার অবদানের কথা স্মরণ করা হয়।