❒ ডিবি পরিচয়ে অপহরণ
ধ্রুব সংবাদদাতা
ডিবি পরিচয়ে অপহরণের পর ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোলস্নাকে অড়্গত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নবগ্রামের আমজাদ হোসেন তালুকদারের ছেলে সাইদ তালুকদার, একই গ্রামের মহসিন শেখ, হাফিজুর রহমান মোলস্না ও আমজাদ হোসেন।
শৈলকুপা থানার ওসি মাসুম খাঁন জানান, যুবলীগ নেতা শামীম মোলস্না শৈলকুপার গাড়াগঞ্জ বাজার এলাকার মহেশপুর এলপিজি গ্যাস পাম্পে বসেছিলেন। এ সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে একদল দুর্বৃত্ত দুইটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
ওসি আরো জানান, অপহরণের পর চক্রটি শামিম মোলস্নার পিতা ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্যার কাছে ৫০ লাখ টাকা দাবি করে। ঘটনাটি তিনি পুলিশকে জানালে ঝিনাইদহ জেলা পুলিশের একাধিক টিম তলস্নাশি চৌকি বসিয়ে অভিযান চালায়।
মাইক্রোবাসটি ফরিদপুরের ভাঙ্গা পৌঁছালে পুলিশ দেখে শামিম মোলস্নাকে তারা রা¯ত্মায় নামিয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পেছনে থাকা অপহরণকারীদের অন্য আরেকটি মাইক্রোবাস পালিয়ে যায়। অহরণকারী দলের মূল হোতাকে পুলিশ আটকের জন্যে অভিযান শুরম্ন করেছে বলে ওসি জানান।
যুবলীগ নেতা শামীম হোসেন মোল্যা জানান, তিনি কুষ্টিয়া থেকে কাজ শেষে শৈলকুপার গাড়াগঞ্জ নিজের গ্যাস পাম্পে বসেছিলেন। রাতে দুটি মাইক্রোবাসে কয়েকজন সাদা পোশাকে এসে ডিবি পরিচয়ে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। গাড়িতে বিভিন্ন পথ ঘুরে তারা অজানা কোনো স্থানে আমাকে ফেলে রেখে চলে যায়। এর মধ্যে তারা আমার পরিবারের নিকট ৫০ লাখ টাকা দাবি করে। পরে পুলিশের সহযোগিতায় আমি বাড়ি ফিরতে সড়্গম হই।