সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ট্রলিচাপায় দুই কিশোর নিহত

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : শুক্রবার, ২৪ অক্টোবর,২০২৫, ০২:১০ পিএম
যশোরে ট্রলিচাপায় দুই কিশোর নিহত

যশোরের চৌগাছা উপজেলায় বালিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার পাশাপোল গ্রামের ইনতাজ হোসেনের ছেলে ইমন হোসাইন (১৫) এবং তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ইমন ও আশরাফুল মোটরসাইকেলে করে চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। পথে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালিবাহী ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ট্রলিটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দুর্ঘটনা কবলিত জাহাঙ্গীরপুর-ভাদ্রা মোড় এলাকায় ভারী যানবাহনের বেপরোয়া চলাচল এবং মোড়টি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)