সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ যশোর

বোমা ফাটিয়ে পালানোর চেষ্টা, চিহ্নিত সন্ত্রাসী ‘পিচ্চি রবি’ আটক

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ২১ অক্টোবর,২০২৫, ০৭:২৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর,২০২৫, ১১:৩৩ পিএম
বোমা  ফাটিয়ে পালানোর চেষ্টা,  চিহ্নিত সন্ত্রাসী ‘পিচ্চি রবি’ আটক

❒ পিচ্চি রবি ছবি: সংগৃহীত

যশোর শহরের চাঁচড়া মোড়ে বোমা ফাটিয়ে পালানোর সময় চিহ্নিত সন্ত্রাসী ও বোমাবাজ রবি ওরফে ‘পিচ্চি রবি’কে আটক করেছে র‌্যাব ও পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আটক রবি সম্প্রতি রেলগেট এলাকায় বোমা হামলার মূল আসামি হিসেবে চিহ্নিত ছিলেন।

 আটক রবি শহরের রেলগেট চোরমারা দিঘিরপাড় এলাকার দুলালের ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাসেল বলেন, “দুপুরে চাঁচড়া মোড় এলাকা থেকে বোমাবাজ ‘পিচ্চি রবি’কে আটক করা হয়েছে। তিনি রেলগেট বোমা হামলার মামলার অন্যতম আসামি। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর মামুনুর রশিদ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সন্ত্রাসী পিচ্চি রবি, মুরাদ ও ভাগ্নে ইমন চাঁচড়া মোড়ে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে পালানোর সময় রবিকে আটক করে। তবে তার দুই সহযোগী মুরাদ ও ইমন পালিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে রবি বোমা ফাটিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত শনিবার বিকেল ৩টার দিকে যশোর শহরের রেলগেট ট্যাক্সি স্ট্যান্ডে প্রাইভেটকার ভাড়ায় যেতে অস্বীকার করায় সন্ত্রাসী মুরাদ ও পিচ্চি রবিসহ কয়েকজন চালক রবিউল ইসলাম রনির ওপর বোমা হামলা করে। এতে রবিউল ইসলাম রনিসহ চারজন আহত হন।  এ ঘটনায় রবিউলের স্ত্রী সুরাইয়া আক্তার কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)