❒ যশোর
ধ্রুব নিউজ
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ৭ দফা দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, যশোর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পৌঁছে দেওয়া হয়।
স্মারকলিপিতে বাড়িভাড়া ভাতা ৪৫ শতাংশ, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা, উৎসব ভাতা শতভাগ, ১,৮৯টি ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত, নন-এমপিও শিক্ষকদের চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া ভাতা পরিশোধ ও পূর্ববর্তী সরকারের সময় যারা এমপিওভুক্ত শিক্ষকের পাওনা পাননি, তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করার দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজা, সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মাদ্রাসা শিক্ষা পরিষদের সভাপতি আব্দুল ওয়াদুদ, অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, সহকারী অধ্যাপক আব্দুল হাকাম, রেজাউল করিম প্রমুখ।