বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রবাসীদের ভিসা যাচাইয়ে ‘আমি প্রবাসী’ অ্যাপ চালু

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ১১ জানুয়ারি,২০২৬, ০৭:৪১ পিএম
আপডেট : রবিবার, ১১ জানুয়ারি,২০২৬, ০৮:০৮ পিএম
প্রবাসীদের ভিসা যাচাইয়ে ‘আমি প্রবাসী’ অ্যাপ চালু

প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে ‘আমি প্রবাসী’ অ্যাপ। ওমান, কাতার ও সৌদি আরব এই তিন দেশগামী প্রবাসীরা এখন যাত্রার আগে থেকেই এই অ্যাপের মাধ্যমে তাদের ভিসা যাচাই করে নিতে পারবেন। ১৬৭৬৮ নাম্বারে কল করে সহজেই এই জরুরি সেবাটি পাওয়া যাবে।

রোববার (১১ জানুয়ারি) আমি প্রবাসী অ্যাপের মা‌লিকাধীন প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি অভিবাসীদের জন্য যাত্রার আগে ভিসা যাচাইয়ের নতুন সেবা চালু করেছে প্লাটফর্‌মটি। প্রবাসী কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া, নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। সেবাটি ইতোমধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে সেবাটি পাওয়া যাচ্ছে। এই সেবায় প্রবাসীরা হেল্পলাইনে কল করে ভিসার প্রয়োজনীয় তথ্য দেবেন।

এরপর ‘আমি প্রবাসী’ টিম ভিসার তথ্য যাচাই করবে।

যাচাই শেষে গ্রাহকের মোবাইলে এসএমএস পাঠানো হবে, যেখানে ভিসাটি বৈধ নাকি অবৈধ তা জানানো হবে। যদি কোনো ভিসার তথ্য সার্ভারে না পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। আর ভিসা বৈধ হলে এবং সংশ্লিষ্ট সরকারের অনুমোদন থাকলে, এসএমএসে ভিসার বৈধতা নিশ্চিত করা হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)