ধ্রুব সংবাদদাতা
চৌগাছায় সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত বিপদী রানী (৪৫) উপজেলার সুখপুকুরিয়া ইউয়িনের বাগপাড়া গ্রামের বশিবাগ কুমারের মেয়ে। গতকাল সোমবার সকালে নিজ ঘরে তাকে সাপে কামড়ায়। স্থানীয়রা দ্রম্নত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে যশোরে রেফার করেন। যশোর যাওয়ার পথে তার মৃত্যু হয়। সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী পরিত্যক্ত মেয়েটি ভাইয়ের কাছেই থাকতো।