❒ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
চৌগাছা (যশোর) প্রতিনিধি
❒ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমদ। ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অ্যাথলেটিকসসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার এস এম রুমেল, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসরীন সুলতানা, চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ।
উপস্থিত ব্যক্তিবর্গপুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মন্ডলী এবং বিপুল সংখ্যক প্রতিযোগী ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা তাদেরকে সুশৃঙ্খল এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। সভাপতির বক্তব্যে এস এম বজলুর রশিদ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।