বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাউদকান্দিতে ত্রিমুখী সংঘর্ষ : নিহত ৪, আহত ২১

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৯ জানুয়ারি,২০২৬, ০৬:৩৭ পিএম
দাউদকান্দিতে ত্রিমুখী সংঘর্ষ : নিহত ৪, আহত ২১

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে বাস উল্টে গাড়িতে অগ্নিদগ্ধ হয়ে চারজন নিহত ও ২১ আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
মারাত্মক দগ্ধ ১২ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিডিএম পরিবহনের একটি বাস দাউদকান্দি উপজেলা জিংলাতলী ইউনিয়নের বানিয়াপাড়া অতিক্রম করে যাচ্ছিল। এ সময় উল্টো দিকে আসা একটা থ্রি-হুইলার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় বাসটি ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়।

এ সময় বাসের নিচে পড়ে মোটরসাইকেল চালক নিহত হন। বাসে অগ্নিদ্বগ্ধ হয়ে এক মহিলা ও দুই শিশু পুড়ে নিহত হয়। এ সময় বাসের আগুনে ২১ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আনে। এ দুর্ঘটনায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আহত বাসের যাত্রী শাহজাহান মিয়া বলেন, ‘থ্রি-হুলার ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। বাসের চালক তাদেরকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো যায়। পরে গাড়িতে আগুন লেগে মোটরসাইকেলের চালকসহ চারজন নিহত হয়। আমিসহ বাসের যাত্রীরা আহত হই। গাড়ির জানালা ভেঙে কোনোমতো বাইরে বের হয়ে আসি।’

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, ‘নিহতদের মধ্যে দুজন শিশু ও একজন নারী এবং মোটরসাইকেলের চালক (পুরুষ) রয়েছেন। নিহত যাত্রীদের শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের মরদেহ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। মহাসড়ককে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়েছে।’

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)