বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ট্রাকের পেছনে সেন্টমার্টিন ট্রাভেলসের ধাক্কা: নিহত ৩, আহত ১০

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৯ জানুয়ারি,২০২৬, ১২:১৪ পিএম
ট্রাকের পেছনে সেন্টমার্টিন ট্রাভেলসের ধাক্কা: নিহত ৩, আহত ১০

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কাঠবোঝাই ট্রাকের পেছনে সেন্টমার্টিন ট্রাভেলস এর যাত্রীবাহী দ্বিতল বাসের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত দুইটার দিকে চট্টগ্রামের মীরসরাইয়ে বারইয়ারহাট পৌরবাজার ধুমঘাট সেতু এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন মার্চেন্ট নেভীর ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট ১৭তম ব্যাচের ছাত্র নাফিজ আহমেদ অয়ন (১৬)। তিনি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামের নুরুল আলমের সন্তান।

সাবেতুন নাহার (২৫) পিতা চাঁদগাঁও, চট্টগ্রাম, বাসের হেলপার মিন্টু মিয়া (৪৫) পিতা মৃত নয়া বেপারী, থানা ফুলছড়ি, জেলা গাইবান্ধা।

এ ছাড়া আহতদের উদ্ধার করে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মার্চেন্ট নেভীর সদস্য নাফিজ আহমেদ অয়ন ১০ দিনের ছুটি শেষে মাদারীপুরে কর্মস্থলে ফিরছিলেন। বাসে উঠে ১০ কিলোমিটার না যেতেই মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান তিনি।

হাইওয়ে পুলিশ জানায়, ধুমঘাট সেতু এলাকায় সড়কের পাশে বন বিভাগের তল্লাশি চৌকিতে কাঠবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল।

রাত দুইটার দিকে ওই ট্রাকের পেছনে ঢাকামুখী সেন্টমার্টিন ট্রাভেলস এর বাস ধাক্কা দেয়। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। বাসে থাকা অন্তত ১০-১২ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। অন্যদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, ‘নিহত যাত্রীদের পরিবারে খবর পাঠানো হয়েছে। মীরসরাইয়ের নাফিস আহমেদের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছে। নাফিসের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে।

তবে চালকরা পলাতক রয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)