বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
❒ আহত ভ্যান চালক ও ভ্যান ছবি: ধ্রুব নিউজ
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে যশোরের বাঘারপাড়া। তীব্র কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় উপজেলায় একটি ভ্যান দুর্ঘটনার খবর পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার আল-হেলাল ট্রাস্টের সামনে দুটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ৪ জানুয়ারি ভোরে উপজেলার রামকান্তপুর গ্রামের জনৈক এক বৃদ্ধ ভ্যানচালক জীবিকার তাগিদে ভ্যান নিয়ে রাস্তায় বের হন। সকাল হলেও ঘন কুয়াশার কারণে ৫ হাত দূরের দৃশ্যও অস্পষ্ট ছিল। ভ্যানটি উপজেলার আল-হেলাল ট্রাস্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিছেলি (গরুর খড়) বোঝাই একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াশা এতোটাই ঘন ছিল যে চালকরা একে অপরকে দেখতে পাননি। সংঘর্ষের ফলে বৃদ্ধ ভ্যানচালকের পা মারাত্মকভাবে জখম হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। ঘাতক ভ্যানটি কুয়াশার সুযোগে চলে গেছে বলে জানা গেছে।
"কুয়াশায় সামনের রাস্তা একেবারেই দেখা যাচ্ছিল না। হুট করেই শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি ভ্যান দুটি ধাক্কা খেয়েছে এবং বৃদ্ধ চালক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।" — একজন প্রত্যক্ষদর্শী বলেন।
শীতের তীব্রতা ও ঘন কুয়াশা বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এই অবস্থায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ধীরগতিতে এবং ফগ লাইট ব্যবহার করে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।