ধ্রুব রিপোর্ট
❒ বাঘারপাড়ায় উদ্ধারকৃত ১৪ টি ককটেল। ছবি: ধ্রুব নিউজ
বাঘারপাড়ার জয়রামপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ জামাল সরদার নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। জামাল ওই গ্রামের সরদারের ছেলে।
র্যাব জানায়, রোববার দিবাগত গভীর রাতে উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে জামাল সরদারের বাড়িতে অভিযান চালিয়ে জামালকে আটক ও তার স্বীকারোক্তিতে বাড়ি থেকে ১৪ টি ককটেল, একটু কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়। নাশকতার পরিকল্পনায় সে ওই ককটেল রেখেছিলো বলে জানাগেছে। এ ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হয়েছে।