ধ্রুব নিউজ
যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় শব্দ থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হয়েছে নাটক **‘দি গ্রেট স্মাগলার’**। নাটকের রচনা ও নির্দেশনা দিয়েছেন সংগঠনটির প্রাণ মাসউদ জামান।
নাটকটি ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি, জীবনযাত্রা এবং দেশটির মানুষের ওপর বর্বর ইসরায়েলি হামলার প্রেক্ষাপট তুলে ধরে। ফিলিস্তিন নাম শুনলেই সাধারণ মানুষের মনে আসে সংঘাত, নিপীড়ন ও ভূমি হারানোর বেদনা। কিন্তু এসবের আড়ালে লুকিয়ে রয়েছে সাধারণ মানুষের টিকে থাকার অসংখ্য ছোট ছোট গল্প, যা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রায়শই উপেক্ষিত থাকে। **‘দি গ্রেট স্মাগলার’** সেই গোপন ইতিহাসের এক দলিল। নাটকটিতে কঠিন বাস্তবতার মুখে মানুষের সাহস, উদ্ভাবনী ক্ষমতা এবং গভীর আত্মত্যাগের মর্মস্পর্শী আখ্যান ফুটে উঠেছে।
নাটকে অভিনয় করেছেন মাসউদ জামান, রুকাইয়া ইসলাম, সোহেল রানা, শামসুদ্দীন হোসাইন, শাউলী পৃথী মেধা, আয়ান রেজা, পুতুল, বায়জিদ হোসেন, মো: মারুফ হোসেন, মো: হাসিবুর রহমান, তানভীর হাসান, ইমারুল গাজী, রিফাত মাহমুদ, ইব্রাহীম খলিল, পিয়াশ মন্ডল, অসীম দাস, বনী, সাহিদুর রহমান এবং অরুণ মজুমদার।নাটকের সার্বিক তত্ত্বাবধান করেন **সোহেল মাসুদ হাসান টিটো**।