বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুপারকোপা ডে এস্পানা জয় বার্সার

ফাহিম ফারহাদ ফাহিম ফারহাদ
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি,২০২৬, ০৭:৫৫ পিএম
সুপারকোপা ডে এস্পানা জয় বার্সার

❒ কাপ হাতে উল্লসিত বার্সা। ছবি: সংগৃহীত

আজ সোমবার রাত ১টায়  স্প্যানিশ সুপারকোপার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় চির প্রতিদ্বন্দ্বী দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের জেদ্দা শহরের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকে বার্সেলোনা বল পজেশনে এগিয়ে ছিলো, মাঝমাঠে বল পায়ে স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি ছিলেন দুর্দান্ত। আক্রমণ ভাগে লামিন ইয়ামাল, রবার্ট লেভানডস্কি এবং রাফিনহা জাদু দেখিয়েছেন। ম্যাচের ৩৬তম মিনিটে রাফিনহার এক দুর্দান্ত গোলে লিড পায় বার্সা। হাফটাইমের আগে এক্সট্রা টাইমের ৪৭ তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র একটি অসাধারণ গোল করে ম্যাচে সমতা ফেরান।

এর পরপরই ৪৯ তম মিনিটে এক সফট ভলিতে গোল করে বার্সাকে এগিয়ে নেন  পোলিশ রোবটখ্যাত রবার্ট লেভানডস্কি। এর পরের মুহূর্তেই ৫১ তম মিনিটে আরেকটি গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান মাদ্রিদের ইয়াং স্টার গঞ্জালো গার্সিয়া। হাফটাইমের পরে ৭৩ তম মিনিটে বার্সার পক্ষে শেষ গোল করে জয় নিশ্চিত করেন বার্সার লিড স্ট্রাইকার রাফিনহা।

রাফিনহা পুরো ম্যাচ জুড়েই অসাধারণ খেলা দেখিয়েছেন। ম্যাচের ৯০ মিনিটে বার্সার বল পজেশন ছিলো ৭১ শতাংশ এবং মাদ্রিদের বল পজেশন ছিলো ২৯ শতাংশ। বার্সা গোলবার উদ্দেশে শট নিয়েছে ১৪ টি এবং রিয়াল মাদ্রিদ নিয়েছে ১০ টি। পুরো ম্যাচে বার্সার পক্ষে একটি করে ইয়োলো কার্ড দেখেন এরিক গার্সিয়া এবং পেদ্রি। মাদ্রিদের দিক থেকে ইয়োলো কার্ড দেখেছেন ক্যারেরাস, অ্যাসেনসিও এবং ভালভের্দে। ম্যাচের ৯০+১ তম মিনিটে বার্সার মাঝমাঠের প্রাণ ফ্র্যাংকি ডি জং একটি রেড কার্ড দেখেন। গত ৬ টি এল ক্ল্যাসিকোর মধ্যে এটি বার্সার ৫ তম জয়। হ্যান্সি ফ্লিকের অধীনে থাকা বার্সা এই সিজনে উড়ন্ত পারফরমেন্সে আছে। অন্যদিকে শাবি আলোন্সোর অধীনে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)