প্রেসবিজ্ঞপ্তি
বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে বুধবার, জেলা মডেল মসজিদ অডিটরিয়ামে জেলা সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিনের সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা যুগ্ম সম্পাদক মুফতি রফিক শোয়াইব ও নগর কমিটির সভাপতি মুফতি তাওহীদুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামত উল্লাহ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী।
কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি ও সে অনুযায়ী জাতীয় নির্বাচনের আয়োজন ছাড়া আমাদের রাজনৈতিক ব্যবস্থায় কোনো গুণগত পরিবর্তন আসবে না। বরং আবারও ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসন ফিরে আসবে এবং ভারতীয় আধিপত্যবাদের খবরদারি শুরম্ন হবে। আমরা ২৪-এর আগের বন্দোব¯েত্ম ফেরার যেকোনো কূটকৌশল জনগণকে সঙ্গে নিয়ে রম্নখে দেব, ইনশাআল্লাহ।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী।
জেলা কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মাওলানা বিলায়েত হোসেন, জেলা সহ-সভাপতি মাওলানা নাজির উদ্দিন, জেলা সহ-সভাপতি মুফতি হাফিজুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, জেলা যুগ্ম সম্পাদক মুফতি ওবায়দুল্লাহ শাকির, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি হাফিজুর রহমান, নগর কমিটির সেক্রেটারি মুফতি আরিফুল্লাহ আলমগীর, জেলা প্রশিড়্গণ সম্পাদক মুফতি মহিউল ইসলাম, নগর কমিটির সহ-সভাপতি মুফতি আবু হুরায়রা ও মুফতি হাবিবুল্লাহ, জেলা কমিটির নির্বাহী সদস্য মাওলানা সুলাইমান হোসাইন, জেলা কমিটির বায়তুলমাল সম্পাদক মাওলানা একরামুল হক, জেলা কমিটির সহ-বায়তুলমাল সম্পাদক মুফতি ওমর ফারম্নক, জেলা কমিটি নির্বাহী সদস্য মাওলানা ওমর ফারম্নক, নগর কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা আশরাফ আলী, নগর কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি মামুনুর রশিদ, চৌগাছা থানা সভাপতি মাওলানা রম্নহুল কুদ্দুস, বাঘারপাড়া থানার সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, শার্শা থানা সভাপতি মুফতি আব্দুল করিম, ঝিকরগাছা উপজেলা সভাপতি মুফতি ইবাদুর রহমান, কেশবপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হাই, অভয়নগর থানার সভাপতি মুফতি আব্দুল মান্নান সহ অন্যান্য দায়িত্বশীল। বিজ্ঞপ্তি