মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাবিতে ভূমিধ্বস বিজয়ের পথে শিবির

❒ ভিপি পদে ছাত্রশিবিরের জাহিদ এবং জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্যের আম্মার এগিয়ে

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৭ অক্টোবর,২০২৫, ০৭:৩০ এ এম
রাবিতে ভূমিধ্বস বিজয়ের পথে শিবির

❒ রাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে কেন্দ্রীয় ফল ঘোষণা কক্ষের সামনে থেকে তোলা ছবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ১২টি হলের ফলাফলে ভিপি পদে ইসলামী ছাত্রশিবিরের মুস্তাকুর রহমান জাহিদ এবং জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার এগিয়ে রয়েছেন। এ দুই পদে ছাত্রদলের প্রার্থীরা অনেক পিছিয়ে।

শুক্রবার ভোর রাত সাড়ে ৫টা পর্যন্ত এসব হলের ফল ঘোষণা করা হয়। কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই ফল ঘোষণা করা হয়। 
ঘোষিত ফলাফল অনুযায়ী, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ১২ হলে মোট ৮ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবিরের ভোট ২ হাজার ২২৩।

জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৭ হাজার ৪৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজার ভোট ৩ হাজার ৯৬৩।

এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের এস এম সালমান সাব্বির ভোট পেয়েছেন ৪ হাজার ৫৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩ হাজার ৬৯৭।

এর আগে রাত সাড়ে ১০টায় মন্নুজান হলের ফলাফলের মাধ্যমে ফল ঘোষণা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বেগম রোকেয়া, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া হল ও রহমতুন্নেছা হল বিজয় ৩৬ হল, সৈয়দ আমীর আলী হল, শাহ মখদুম হল, নবাব আব্দুল লতিফ হল ও শের-ই-বাংলা ফজলুল হক হলসহ মোট ১২টি হলের ফলাফল ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ১৭টি ভোট কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় বিকেল ৪টায়। ভোটগ্রহণ শেষ হলে বিকেল পৌনে ৫টার ভেতর মিলনায়তনে ব্যালট বাক্স নিয়ে আসা হয়। পৌনে ৮টায় হলটির পোলিং কর্মকর্তা ও এজেন্টদের সামনে ব্যালট বাক্স খোলা হয়। রাত ৮টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয়েছে।

রাকসুর ভোটার ২৮ হাজার ৯০১ জন। অন্যদিকে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট প্রার্থী ৮৬০ জন।

এ নির্বাচনে ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে আলোচিত ৮টি প্যানেল হলো- ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতৃত্বে গঠিত ‘রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ’, সাবেক সমন্বয়কদের নেতৃত্বে ‘আধিপত্যবাদবিরোধি ঐক্য’, বাম জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ছাত্র ইউনিয়ন (একাংশ) ঘোষিত ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, সাবেক আরেক নারী সমন্বয়কের নেত্বতে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)