সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন সালাহউদ্দিন

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৪ অক্টোবর,২০২৫, ০৭:১৫ পিএম
তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন।

তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন,খুব শিগগিরই নির্ধারিত তারিখটি জানতে পারবেন। আশা করছি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন।”

জাতীয় নির্বাচনে তারেক রহমান কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন—এমন প্রশ্নে বিএনপির এই নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি নিজেও সাক্ষাৎকারে তা জানিয়েছেন। কোন আসন থেকে নির্বাচন করবেন, তা পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যেকোনো আসন থেকেই তিনি প্রার্থী হতে পারেন।”

২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সালাহউদ্দিন আহমদের কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন কি না—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন,  “আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কি না। আমরা অবশ্যই চাই তিনি নির্বাচনে অংশ নিন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)