সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাতিল হলো ভারতের সাথে ১০ চুক্তি

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২১ অক্টোবর,২০২৫, ০৮:৪৮ এ এম
বাতিল হলো ভারতের সাথে ১০ চুক্তি

পতিত শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে হওয়া ১০টি চুক্তি বাতিল হয়েছে এবং বাকিগুলো বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজী হননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার দিবাগত রাত ১১টা ৪৩ মিনিটে তার ভ্যারিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়।
তালিকায় উল্লেখ করা চুক্তিগুলো হলো, ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প (বাতিল), অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ (বাতিল), আশুগঞ্জ-আগরতলা করিডোর (বাতিল), ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প (বাতিল), বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি (বাতিল), ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব (বাতিল), সিলেট-শিলচর সংযোগ প্রকল্প (বাতিল), পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি (বাতিল), মিরসরাই ও মোংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (বাতিল), ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইয়ের সাথে ট্যাগ বোট চুক্তি (বাতিল), কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প (স্থগিত), আদানি পাওয়ার বিদুৎ আমদানি চুক্তি (পুনর্বিবেচনা), গঙ্গা পানি বণ্টন চুক্তি (নবায়ন/পুনর্বিবেচনা) এবং তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি (খসড়া বাস্তবায়নের জন্য আলোচনা)।

স্থানীয় সরকার উপদেষ্টার দেয়া এসব তথ্য সম্পর্কে সোমবার রাতে তৌহিদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, এটা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।

এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাত করেছেন। এ সময় বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে একটি ছোট আকারের পর্যবেক্ষক দল পাঠানোর সম্ভাবনা নিয়ে আলাপ হয়েছে।

জাতীয় প্রতিরক্ষা জোরদারে প্রশিক্ষণ

এদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে অপর একটি পোস্টে লিখেছেন, জাতীয় প্রতিরক্ষা জোরদারে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক-যুবতীকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশের সাতটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে মোট ৮ হাজার ৮৫০ জনকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণার্থীদের কারাতে, জুডো, তায়কোয়ান্দো ও আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেয়া হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)