শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সাবেক হিট অফিসার বুশরা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি,২০২৬, ০৯:২৯ পিএম
দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সাবেক হিট অফিসার বুশরা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক চিফ হিট অফিসার ও সাবেক মেয়র কন্যা বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে তার কন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মেয়র আতিকের মেয়াদকালে তার কন্যা বুশরা আফরিনকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছিলো। 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)