ধ্রুব ডেস্ক
বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশকে বন্ধু বলতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত । বৃহস্পতিবার রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করে এ মন্তব্য করেন বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।
তিনি বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে বন্ধু বলতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারিত্বে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে, দুদেশের মানুষের উপকার হয় এমন অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে এবং আমাদের দু'দেশের সার্বভৌমত্বকে সম্মান ও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করেছি। এই কাজ চালিয়ে যেতে এবং যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করতে আমি আগ্রহী।
পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত সোমবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ঢাকায় পৌঁছে ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা সম্মানের বিষয়। আমি দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে আগ্রহী।
মঙ্গলবার রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরল ইসলামের সঙ্গে সাক্ষাত করে তার পরিচয়পত্রের অনুলিপি প্রদান করেন। এরপর তিনি সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে। সাক্ষাতে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ।