বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ঝিকরগাছা রেলওয়ে প্লাটফর্ম

নিকষকালো অন্ধকার যেখানে যাত্রীদের নিত্য সঙ্গী

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা: ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা:
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি,২০২৬, ০১:১৪ পিএম
আপডেট : সোমবার, ১২ জানুয়ারি,২০২৬, ০৪:১০ পিএম
নিকষকালো অন্ধকার যেখানে যাত্রীদের নিত্য সঙ্গী

❒ নিকষকালো অন্ধকারে ঢাকা ঝিকরগাছা রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম। ছবি: ধ্রুব নিউজ

নিকষ কালো অন্ধকারকে সঙ্গী করে প্লাটফর্ম পাড়ি দিতে হচ্ছে ঝিকরগাছা রেলওয়ে স্টেশনের শত শত যাত্রীর।  পর্যাপ্ত আলোর অভাবে প্রতিদিন এসব যাত্রীরা একদিকে নিরাপত্তা অন্যদিকে ট্রেনে উঠা-নামার সমস্যায় পড়ছেন।  স্টেশনে বিদ্যুৎ সংযোগ ও লাইটের ব্যবস্থা থাকলেও দীর্ঘদিন ধরে প্লাটফর্মের পশ্চিম পাশের একাধিক লাইট নষ্ট থাকায় এ সমস্যার কথা তুলে ধরেছেন স্থানীয়দের অনেকে।

যশোরের ঝিকরগাছার ফুলের রাজ্য খ্যাত গদখালি এলাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই রেলওয়ে স্টেশনটি। এ পথ ব্যবহার করে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জন যাত্রী যাতায়াত করেন। ফুল ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, নারী ও বয়স্ক যাত্রীরা নিয়মিত এই স্টেশন দিয়ে চলাচল করলেও সন্ধ্যার পর স্টেশনের পশ্চিম পাশসহ প্ল্যাটফর্মের বিভিন্ন অংশে ঘন অন্ধকার নেমে আসে। যা যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

সম্প্রতি আলোর অভাবে বেনাপোল থেকে খুলনাগামী বেনাপোল কমিউটার (বেতনা) ট্রেনের এক নারী যাত্রী বিপাকে পড়েন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় ট্রেনে উঠতে গিয়ে স্টেশনের অন্ধকারাচ্ছন্ন পরিবেশে অন্ধকারে বগিতে উঠতে গিয়ে নিজের চাদর হারিয়ে ফেলেন।

যাত্রীদের অভিযোগ, পশ্চিম পাশ দিয়ে চলাচল করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একদিকে চুরি ছিনতায়ের মত নিরাপত্তা জনিত ভয় অন্যদিকে রেললাইনের আশপাশ স্পষ্টভাবে দেখা না যাওয়ায় ট্রেনে উঠা-নামার সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। বিশেষ করে নারী যাত্রীদের মধ্যে আতঙ্ক কাজ করছে বেশি ।

এই প্লাটফর্মে নিয়মিত যাতায়াতকারী একজন যাত্রী বলেন,“পশ্চিম পাশে একাধিক লাইট আছে, কিন্তু সবই নষ্ট। লাইন থাকলেও ঠিক করা হচ্ছে না। অন্ধকারে পশ্চিম পাশের পুরাতন স্টেশনের রাস্তাদিয়ে এই দিকে আসতে ভয় লাগে।”

স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা দ্রুত নষ্ট লাইটগুলো মেরামত করে স্টেশনের সব অংশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঝিকরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নিগার সুলতানা বলেন,“বারবার  লাইট ঠিক করা হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে সেগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)