ধ্রুব রিপোর্ট
যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনার শিকার একজন নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় জেলার ঝিকরগাছা থানার বেজি তলার মোড় নামক স্থানে পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেহেনা খাতুন( ৪৫) উপজেলার বামন আলী সাইম পাড়া গ্রামের মোজাম গাজীর স্ত্রী ।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী স্ত্রী দুইজনে ইজিবাইকে করে বাড়িতে ফেরার পথে বেজি তলার মোড় নামক স্থানে পাকা রাস্তায় দুর্ঘটনাবশত ইজিবাইক থেকে নিচে পড়ে যায় রেহেনা খাতুন। এতে মাথায় বাড়ি খেয়ে গুরুতর আহত হন তিনি । সঙ্গে থাকা তার স্বামী তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হলে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।