ধ্রুব রিপোর্ট
❒ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যশোর শহরে জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের মহড়া। ছবি: ধ্রুব নিউজ
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা যশোর শহরে মহড়া দিয়েছেন। রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার নেতৃত্ত্বে ওই মহড়া দেয়া হয়।
মহড়ায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রায় ২০টি গাড়ি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পুলিশ, র্যব ও সেনা সদস্যরা ওই মহড়ায় অংশ নেয়। এ সময় বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে মোটরসাইকেসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে মহড়াটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এর আগে গাড়ির বহরটি কাঁঠালতলা থেকে উপশহর হয়ে মনিহারে গিয়ে কিছু সময় অবস্থান নেয়। পরে গাড়িবহরটি মুড়লী মোড় ঘুরে চাঁচড়া চেক পোস্টে গিয়ে যানবহন তল্লাশি করে। এ সময় তিনটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।
মহড়ার আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা বলেছেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হবে। আজ (সোমবার) থেকে শুরু হচ্ছে জেলা পর্যায়ে। এর আগে উপজেলা পর্যায়ে শুরু হয়েছে। এই মহড়া বা অভিযান নিয়মিত চলবে বলে তিনি জানিয়েছেন।
মহড়ায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল আহসান হাবীব, কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ, পরিদর্শক ( অপারেশনস) মমিনুল হকসহ প্রশাসনের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।