বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিপ্লবী শহীদ হাদি হত্যার বিচার দাবিতে যশোরে মানব্বন্ধন

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি,২০২৬, ০৯:৩৯ পিএম
আপডেট : সোমবার, ১২ জানুয়ারি,২০২৬, ১০:২৪ পিএম
বিপ্লবী শহীদ হাদি হত্যার বিচার দাবিতে যশোরে মানব্বন্ধন

বিপ্লবী শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ‘বিপ্লবী ছাত্র জনতা’র ব্যানারে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ প্রেসক্লাব যশোরের সামনে ওই কর্মসূচিতে উপস্থিত ছাত্র-জনতা হাদি হত্যার মাস্টারমাইন্ডসহ সকল অভিযুক্তকে অনতিবিলম্বে গ্রেফতার এবং নির্বাচনের আগেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ ওসমান হাদির খুনিদের আড়াল করার চেষ্টা চলছে।  হাদি হত্যার দুই আসামির জামিন পাওয়ার ঘটনাকে তারা রহস্যজনক বলে উল্লেখ করেন।মানববন্ধনে  উপস্থিত ছিলেন উম্মে সাদিয়া, মাহমুদুল হাসান সোহান, নাদিম, আশা, আসমা, রিহাদ, আলী সোহেব, ফরহাদ প্রমুখ

বিপ্লবী ছাত্র জনতার নেতা  উম্মে সাদিয়া  বলেন, হাদি হত্যার দুইজন আসামিকে জামিন দেওয়ার পেছনে যারা মূল হোতা এবং যারা এই জামিন মঞ্জুর করেছেন, তারা পরোক্ষভাবে এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত বলে আমরা ধারণা করছি। বিচারের বাণী এভাবে নিভৃতে কাঁদতে পারে না।এ হত্যাকাণ্ডের ঘটনার বিচার করতে হবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)