প্রেসবিজ্ঞপ্তি
কালিগঞ্জ উপজেলার ১০ নং কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের কাষ্ঠভাঙ্গা গ্রামবাসীর উদ্যোগে এবং মাহমুদুল কুরআন ওয়াস্ সুন্নাহ কওমি মাদ্রাসার ব্যবস্থাপনায় তাফসীরুল কুরআন মাহফিল গত রাতে স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। দ্বীনদার গ্রামবাসী ও তৌহিদী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিলটিতে বিপুল সমাবেশ হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ঢাকা থেকে আগত প্রখ্যাত আলেমে দ্বীন শায়খ মহিউদ্দিন আজমী। তিনি তার বক্তব্যে কুরআন ও সুন্নাহর আলোকে মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবন পরিচালনার সঠিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেন, "শান্তিময় ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে পবিত্র কুরআনের বিধান মেনে চলার কোনো বিকল্প নেই।" তিনি আগামীর বাংলাদেশকে কুরআনের আদর্শে পরিচালিত করার আহ্বান জানান।
মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন চৌগাছার আলেমকুল শিরোমণি, প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা আলী আকবার সাহেব। চৌগাছা কামিল মাদ্রাসা জামে মসজিদের এই খতিব তার বক্তব্যে মহান রাব্বুল আলামীনের সৃষ্টিতত্ত্ব ও দুনিয়ায় মানুষের প্রেরণের মূল উদ্দেশ্য নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি পরকালীন মুক্তির লক্ষ্যে দুনিয়াবি কাজ ও ইবাদতের সমন্বয় করার পরামর্শ দেন।
এর আগে মাওলানা মোস্তফা কামাল গ্রামবাসীর উদ্দেশে কুরআন ও হাদিসের আলোকে জীবন গঠনের প্রায়োগিক দিকসমূহ তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মাহফিলের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল মাহমুদুল কুরআন ওয়াস্ সুন্নাহ কওমি মাদ্রাসার ১১ জন কৃতি ছাত্রের পাগড়ী প্রদান অনুষ্ঠান। হিফজ সম্পন্নকারী এই ১১ জন হাফেজে কুরআনকে মাহফিল স্টেজে আনুষ্ঠানিকভাবে সম্মানজনক 'পাগড়ী' পরিয়ে দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুনিপুণভাবে পরিচালনা করেন কাষ্ঠভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বজলুর রহমান।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।