চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছা-ঝিকরগাছা সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩৫ মিনিটের দিকে চৌগাছা পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওবায়দুর হোমিও হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহত রফিকুল ইসলাম উপজেলার মাশিলা গ্রামের মৃত শের আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রফিকুল ইসলাম তার ডায়াং রানার ৮০ সিসি মোটরসাইকেল (খুলনা-হ-১১-৬২৯৫) যোগে চৌগাছা বাজার থেকে নিজ বাড়ি মাশিলার উদ্দেশে যাচ্ছিলেন। তিনি হেলমেটবিহীন অবস্থায় ছিলেন। পথিমধ্যে ওবায়দুর হোমিও হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ইয়ামাহা ভারসন-২ মোটরসাইকেলের (ঢাকা মেট্রো-ল-৪৪-৭৩৯২) সাথে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে রফিকুল ইসলাম সড়ক ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে। তবে অন্য মোটরসাইকেলের আরোহীর বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানা যায়নি।