সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের পেছনে শেখ মুজিব-শেখ হাসিনার ছবিযুক্ত এই ছবিটি সম্পাদিত

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৩ জুলাই,২০২৫, ১১:৪০ এ এম
প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের পেছনে শেখ মুজিব-শেখ হাসিনার ছবিযুক্ত এই ছবিটি সম্পাদিত

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ছবি দাবিতে ‘চাকর,মনিব ও পেছনের দেয়ালে মাথার উপরে মনিবের আসল দুই মনিবসহ একফ্রেমে’ ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

প্রচারিত আলোকচিত্রটির পশ্চাৎপটে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিন্ন দুটি ফ্রেমবন্দি ছবি টাঙানো রয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ মুজিবুর রহমান-শেখ হাসিনার ফ্রেমবন্দি ছবির সাথে ড. ইউনূস ও ওয়াকার-উজ-জামানের ছবিটি আসল নয়। মূলত, সাম্প্রতিক সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের একটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে এই ছবিটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশের সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে গত ২০ জুলাই প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত দ্বিতীয় ছবির সাথে প্রচারিত ছবিটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রচারিত ছবির সাথে এই ছবিতে থাকা ব্যক্তিদের পোশাক, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক সবকিছুর মিল রয়েছে কিন্তু ছবি দুইটিতে থাকা ব্যক্তিদের চেহারায় কিছুটা ভিন্নতা রয়েছে এবং মূল ছবিটিতে পেছনের কাঠামোতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানো নেই। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তা মূল ছবিটির পেছনের কাঠামোতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ভিন্ন দুটি ফ্রেমবন্দি ছবি যুক্ত করে প্রচারিত ছবিটি তৈরি করা হয়েছে। সম্পাদনার মাধ্যমে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের চেহারাও কিঞ্চিৎ বিকৃত করা হয়েছে। 

পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ২০ জুলাই সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাগণের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

একই বিষয়ে গণমাধ্যম জাগো নিউজের ওয়েবসাইটে গত ২০ জুলাই ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একই চিত্র ও তথ্য পাওয়া যায়। 

উল্লেখ্য, আলোচিত ছবিটি প্রথম প্রচারকারী ‘Arifuzzaman Arif’ নামক ফেসবুক প্রোফাইলধারী ব্যক্তির ফেসবুক পোস্টে করা একাধিক মন্তব্য পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয় যে, উক্ত সম্পাদিত ছবিটি তিনি তৈরি করেছেন। প্রচারিত ছবিটির মন্তব্যের ঘরে তার মন্তব্যে তিনি ছবিটিকে ‘সম্পাদিত’ বলে উল্লেখ করেন। 

সুতরাং, শেখ মুজিবুর রহমান-শেখ হাসিনার ছবিযুক্ত প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের এই ছবিটি সম্পাদিত। 

তথ্যসূত্র : রিউমার স্ক্যানার, বাংলাদেশ

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)