ধ্রুব নিউজ
বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে সামাজিক বন বিভাগের ধআয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. আহমেদ কামরুল হাসান। এসময় আরও বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিদুর রহমান, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির প্রমুখ।
শোভাযাত্রা ও আলোচনা সভায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। আগামী ২২ জুলাই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ মেলা শেষ হওয়ার কথা রয়েছে।