অভয়নগর (যশোর) সংবাদদাতা
❒ অভয়নগরে মৎস্যজীবীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। ছবি: ধ্রুব নিউজ
অভয়নগর উপজেলার ধুল গ্রামে মৎস্যজীবীদের মধ্যে বিনামূল্যে মাছ ধরার নৌকা বিতরণ উপলক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা ২৭ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে। পল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন এস এম জাকির হোসেন। পিডব্লিউএ এর নির্বাহী পরিচালক এস এম নজরুল ইসলামের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, খুলনা মেডিকেল কলেজের (খুমেক) সাবেক পরিচালক ডাক্তার মঞ্জুর মোর্শেদ, ৮ নং সিদ্দিকপাশা ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির জয়েন্ট সেক্রেটারি মো. আবুল হোসেন গাজী, দুই গ্রাম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহাদত হোসেন, রুডো এর পরিচালক সৈয়দ সিরাজুল হক, ইউপি সদস্য এস এম ইসমাইল হোসেন প্রমূখ।
কর্মশালায় ১৭ জন দরিদ্র মৎস্যজীবীর মাঝে মাছ ধরার জন্য বিনামূল্যে নৌকা বিতরণ করা হয়।