ধ্রুব সংবাদদাতা
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ প্রায় সাড়ে দশ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
রোববার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) মাদরা, কালিয়ানী, হিজলদী, চান্দুরিয়া, কাকডাঙ্গা, তলুইগাছা, সুলতানপুর, পদ্মশাখরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে নেশা জাতীয় দ্রব্যসহ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য আটক জব্দ করা হয়।
সাধারণ যাত্রীরা জানান, নিজেরা লাভবান হতে মালিক সমিতি দ্বন্দ্বে জড়িয়েছে। তারা জনগণের কোন সুবিধা দেখছে না।