বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনে হরিণ শিকারির ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ৪ জানুয়ারি,২০২৬, ০৫:৩৭ পিএম
আপডেট : রবিবার, ৪ জানুয়ারি,২০২৬, ০৫:৫৯ পিএম
সুন্দরবনে হরিণ শিকারির ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধার

❒ হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া একটি পূর্ণবয়স্ক বাঘ ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া একটি পূর্ণবয়স্ক বাঘকে দীর্ঘ প্রচেষ্টার পর জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ ব্যবহার করে বাঘটিকে অচেতন করার পর ফাঁদমুক্ত করে বন বিভাগ।

উদ্ধার হওয়া বাঘটিকে বেলা ২টা ৫০ মিনিটের দিকে খাঁচায় করে সুন্দরবন থেকে বের করে আনা হয়। তবে দীর্ঘ সময় ফাঁদে আটকে থাকায় বাঘটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে সেটিকে স্যালাইন দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে খুলনাস্থ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ‘রেসকিউ সেন্টারে’ পাঠানো হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল ইকোট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, গতকাল শনিবার দুপুরে খবর আসে যে লোকালয় সংলগ্ন শরকির খাল থেকে আধা কিলোমিটার ভেতরে বৈদ্যমারী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় একটি বাঘ ফাঁদে আটকে আছে। খবর পেয়েই বনরক্ষীরা এলাকাটি ঘিরে রাখেন। আজ সকালে ঢাকা থেকে আসা ভেটেরিনারি সার্জন ও বিশেষজ্ঞ দল এবং খুলনার কর্মকর্তাদের যৌথ অভিযানে বাঘটিকে উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরী জানান, বাঘটিকে অচেতন করার পর দ্রুত খাঁচাবন্দি করা হয়। তবে উৎসুক জনতার প্রচণ্ড ভিড়ের কারণে উদ্ধারকাজ পরিচালনায় এবং বাঘটিকে নিয়ে বন থেকে বের হতে বনকর্মীদের বেশ বেগ পেতে হয়েছে।

এদিকে বনের ভেতর বাঘ আটকে থাকার খবর ছড়িয়ে পড়লে গতকাল সন্ধ্যা থেকেই মোংলার বৈদ্যমারী ও জয়মনি বাজার এলাকায় মানুষের ঢল নামে। আজ উদ্ধার অভিযানের সময় কয়েক হাজার উৎসুক জনতা শরকির খালের পাড়ে ভিড় করেন। বন বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকে বনের গভীরে ঢুকে ছবি ও ভিডিও ধারণ করার চেষ্টা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, ভিড় এড়াতে দ্রুততম সময়ে বাঘটিকে নিয়ে বনকর্মীরা খুলনার দিকে রওনা হয়েছেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বাঘটির শারীরিক অবস্থা পরীক্ষা করা হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)