❒ অভিযুক্ত বিএনপি নেতা বকুলকে দল থেকে বহিষ্কার
ধ্রুব ডেস্ক
❒ রাজশাহীর মোহনপুরে বুধবার রাতে বড় পালশা গ্রামের মাঠে এক্সকাভেটরের নিচে পড়ে এক যুবক নিহত হয়েছেন। ইনসেটে নিহত আহমেদ জোবায়ের। ছবি: সংগৃহীত
রাজশাহীর মোহনপুরে ফসলি জমি রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আহমেদ জোবায়ের (২৩) নামে এক লড়াকু যুবক। অবৈধভাবে পুকুর খননে বাধা দেওয়ায় তাকে এক্সকাভেটর (ভেকু) দিয়ে পিষ্ট করে হত্যার অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধুরইল ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বকুলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজশাহী জেলা ও মোহনপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে এই সাংগঠনিক ব্যবস্থার কথা জানানো হয়।
বুধবার রাত ১০টার দিকে ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই মাঠের উর্বর ফসলি জমি রক্ষায় গ্রামবাসী আগে থেকেই ঐক্যবদ্ধ ছিলেন। কিন্তু রাতের আঁধারে বিএনপি নেতা আনিসুজ্জামান বকুলের নেতৃত্বে সেখানে গোপনে পুকুর খনন শুরু হয়। খবর পেয়ে গ্রামের যুবক জোবায়ের আরও কয়েকজনকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। প্রতিবাদ চলাকালীন ঘাতক চালক আব্দুল হামিদ বেপরোয়াভাবে এক্সকাভেটরের বাকেট দিয়ে জোবায়েরকে ধাক্কা দেন এবং পরে মাটির ওপর পড়ে থাকা অবস্থায় তার ওপর দিয়ে মেশিনটি চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আনিসুজ্জামান বকুলকে দ্রুততার সাথে বহিষ্কার করেছে বিএনপি। স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, "দলীয় পরিচয় ব্যবহার করে ফসলি জমি নষ্ট করা বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না। জোবায়েরের রক্ত বৃথা যেতে পারে না।"
আজ সকালে সরেজমিনে দেখা যায়, বড় পালশা গ্রামজুড়ে শোকের ছায়া বিরাজ করছে। জানাজার আগে বিক্ষুব্ধ কৃষকরা এই হত্যাকাণ্ডের বিচার ও ফসলি জমিতে পুকুর খনন স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন করেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন,
“ঘটনায় মূল অভিযুক্ত চালক আমাদের হেফাজতে রয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের করেছেন। এছাড়া পলাতক আনিসুজ্জামান বকুলসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”
উপজেলা প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কৃষিজমির প্রকৃতি পরিবর্তন করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এই ধরণের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।