মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাঈদীর রায়ে ‘মিষ্টি বিতরণকারী’ আওয়ামী লীগ নেতা কারাগারে

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৮ আগস্ট,২০২৫, ০৮:৪৮ এ এম
সাঈদীর রায়ে ‘মিষ্টি বিতরণকারী’ আওয়ামী লীগ নেতা কারাগারে

পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে মারধরের পর পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। গত শনিবার দিবাগত রাতে উপজেলার ঘোষেরহাট বাজারে এ ঘটনা ঘটে। 
রবিবার (১৭ আগস্ট) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মারধরের শিকার নেতার নাম মো. এহসান হিরণ (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেন। ওই সময় বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এহসান হিরণ এলাকায় আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরণ করেছিলেন।

গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গত শনিবার রাতে ঘোষেরহাট বাজারে তাঁকে দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে মিষ্টি খাওয়ায় এবং পরে তারা তাঁকে মারধর করে।

খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইন্দুরকানী উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন বলেন, ‘সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসির রায় ঘোষণার পর প্রকাশ্যে আনন্দ-উল্লাস করেছিলেন হিরণ। এ জন্য স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাঁকে পুলিশে দিয়েছে। আমরা তাঁর দৃষ্টান্তমূলক বিচার চাই।

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, ‘ঘোষেরহাট বাজারে স্থানীয় লোকজন আওয়ামী লীগ নেতা হিরণকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় আনে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ (গতকাল) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)