বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল দিনমজুরের

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ৫ জানুয়ারি,২০২৬, ১২:০৪ এ এম
রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল দিনমজুরের

 নড়াইল সদর উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কালনা-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর গাজী যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে। তিনি নড়াইলে দীর্ঘদিন ধরে দিনমজুর হিসেবে কাজ করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর গাজী বেশ কিছু দিন ধরে নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের ইলিয়াস শেখের বাড়িতে থেকে কৃষি শ্রমিকের কাজ করতেন। রোববার সন্ধ্যায় তিনি একই গ্রামের জামান ভূঁইয়ার বাড়িতে রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে হাওয়াইখালি ব্রিজ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় খুলনা থেকে ভাটিয়াপাড়াগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। হাইওয়ে পুলিশ জানায়, ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। দুর্ঘটনার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)